আমি খেলোয়াড় -- সারাদিন কেবল শব্দ নিয়ে খেলা করি
বর্ণমালা দিয়ে সাজাই খেলাঘর।
আমি চাষি -- ছাত্রছাত্রীদের কোমলপ্রাণে মানুষ হওয়ার বীজ বপন করি
বর্ণমালার চাষ করি তাদের হৃদয়ের ভাঁজে।
আমি তান্ত্রিক -- ছাত্রছাত্রীদের মানুষ হওয়ার মূলমন্ত্র শিক্ষা দেই
সত্যের তাবিজ ঝুলিয়ে দেই তাদের গ্রীবায়।
আমি কারিগরী পাখির মতো দেশ গড়ার কারিগর
সুশিক্ষিত জাতি গড়তে কাজ করি রাতভর।
আমি দারিদ্র্য -- দারিদ্র্যতা ঘুচাইতে অন্বেষণ করি জ্ঞান
আজ-ও পরিপূর্ণ করতে পারেনি ঝুলি।
আমি বাঁশরীয়া -- সত্যের সুর তুলি বাঁশিতে
ক্ষুধার্ত পেটেও সুখ খুঁজে পাই কোমলমতিদের হাসিতে।
আমি শিক্ষক -- সত্যের উপাসক
সকল মিথ্যে মাড়িয়ে ঊর্ধ্ব শির ঊর্ধ্ব করে চলি।
গর্বে ফুলে উঠে মোর বুক
আমার কোন ছাত্র যখন যায় ঘুচাইতে অন্যের দুখ
যখন দ্যাখি সংসদে দাড়িয়ে ব'লে -
মাননীয় স্পিকার, সত্য আজ নির্বাসিত
ভূলুণ্ঠিত মানবতা, মুখ থুবড়ে কাঁদে নির্যাতিত জনতা
চাই আমি জুলুমকারী আর মজলুমের সমতা।
আমি শিক্ষক -- এখনো শেখার খুঁজে ছুটি
শেখার মতো কিচ্ছু পেলে শিখি গেঁড়ে খুঁটি।
১২/০৯/২০২২ ইং সৌদি আরব