ওহে নারী
করিওনা স্বামীর সাথে বাড়াবাড়ি
মনে আসিলে জেদ
বন্ধ করে দিও না নিড়াতে ক্ষেত।
স্বামী হলো মহামূল্যবান হীরার চেয়ে দামী
উজাড় করে দাও শস্য ফলানোর জমি।
তব আচরণে স্বামীর মন যদি নাহি থাকে তুষ্ট
লিখা হাদিসে নিশ্চয় হবে তুমি পথভ্রষ্ট।
যদি থাকো রান্নাঘরে রুটি বেলাতে ব্যস্ত
স্বামী যদি চায় স্বর্গীয় মিলনে হতে আসক্ত
সর্ব বাহানা করে ধূলিসাৎ, মৃদু হাসিতে বাড়িয়ে হাত
স্বামীকে দিতে মিলনের স্বাদ।
ওহে নারী
তোমার কষ্টে স্বামী যদি করে আহাজারি
মনোকষ্টে একাকী কাটায় যদি রাত
ফেরেশতারা দেয় তোমাদের অভিসম্পাত।
তিন ব্যক্তির সালাত আঁটকে থাকে ঘাড়ে
তন্মধ্যে যে সকল নারীরা স্বামীকে ধামকি মারে।
যদি হও স্বামীর অবাধ্য স্ত্রী
দোয়া কবুল করবেনা সকল সৃষ্টির মিস্ত্রি।
অনুমতি ছাড়া রাখতে নিষেধ করেছেন নফল রোজা
স্বামীর বাধ্য হলে জান্নাতে যাওয়া অতি সোজা।
যে স্ত্রী স্বামীর প্রতি হবে অকৃতজ্ঞ
পরকালে স্রস্টা তার প্রতি হবেন রুক্ষ
এ জগতে যদিও পায় আরাম, জান্নাত হারাম
খোলে দ্যাখো হাদিস কিংবা পাক কালাম।
ওহে নারী
জান্নাতে দিতে চাও পাড়ি
স্বামীর সাথে দিও না কভু আড়ি
স্বামী তোমার জান্নাতে যাওয়ার গাড়ি।
তোমার চলনে-বলনে যদি পায় কষ্ট, বৃথা জীবন
ক্ষনিকের সুখের তরে চিরস্থায়ী জীবন করোনা নষ্ট।
তিনি তোমাদের কাছে সাময়িক মেহমান ব'লেন জান্নাতি হুর
মোদের কাছে অচিরেই চলে আসবে সে আর নয়তো বহুদূর।
পিতা-মাতা,ভাই-বোন মৃত্যুতে শোক তিনদিন
স্বামী মৃত্যুতে চারমাস দশদিন।
স্বামীর সেবা করো রাতদিন, কষ্ট দিও না মনে
স্বামী তোমার অর্ধাঙ্গ লিখা কোরআনে।