ক্যামন আছো?
জ্বি, ভালো আছি।
আপনি?
আমিও ভালো আছি তোমাদের প্রার্থনায়।
কখন এলে?
এইতো গতকাল রাতে।
জামাই ক্যামন আছে?
আপনাদের প্রার্থনায় ভালো আছে।
কোথায় আছে এখন?
বিদেশে।
কতো বছর হলো গিয়েছে?
প্রায় পাঁচ বছর।
ছুটিতে আসেনি একবারও?
এসে কি করবে।
ছেলেমেয়ে ক'জন?
আমার একটাই ছেলে।
খুউপ দক্ষভাবে মেয়ের কথাটি গোপন করে নিলে
হাজার বছর বেঁচে থেকো তিনজনে মিলে।