এইতো সকালবেলাটাতেও ছিলো তোর পদচালনা
উৎসব মুখরিত করে রেখেছিলে পাখি মার্কেট
প্রাণোচ্ছল দেহে বেরিয়ে গিয়েছিলে ঘর থেকে --
সকালটা না গড়াতেই ফিরে এলে লাশ হ'য়ে।
আর কখনো দ্যাখতে পাবো না তোর হাসিমুখ --
আর কখনো বল-বি না এসে ---
"ভাই চলেন, কসবা থেকে ঘুরে আসি"
তোর কণ্ঠে আর কখনো শুনতে পারবো না -
"জুবায়েল,এক কাপ চা-দে-তো আদাটা বাড়িয়ে "।
এমন করে তোর চলে যাওয়াটা নাড়িয়ে দিয়েছে হৃদয়
যমদূতের আগমনে লাগেনা কোন সময় কিংবা অসময়
তোর শোকে শোকাহত, আহত-রক্তাক্ত হৃদয় --
ভালো থাকিস পরপারে, প্রার্থনা সর্বময়।
পৃথিবী আর শুনবে না তোর পদধ্বনি ---
ডাইনিং টেবিলে ভাত সাজিয়ে আর অপেক্ষা করবে না কেউ
কেউ আর বলবে না তোকে, কি করেছো আমার সুখে
গোধুলী বেলায় তৈরি থেকো কসবা যাবো ফোস্কা খেতে।