যাঁরা স্বাধীনতা চায় পোশাকের, আবরণের
ওঁদের ছেড়ে দিয়ে এসো আফ্রিকার জঙ্গলে
ওঁরা থাকুক নগ্ন কিংবা অর্ধনগ্ন
দ্যাখা যাক ওঁদের স্তন, তলপেটে কিংবা যৌনাঙ্গ।
গায়ের চাদরটা এঁদের কাছে যেহেতু এতোটাই ভারি
দিয়ে দাও ওঁদের নগ্নতার স্বাধীনতা --
উইপোকা কাটুক ওঁদের যৌনাঙ্গ, স্তনের বুটা -
বিড়ালটিও তৃপ্তি পাক কিছুটা চেটেপুটে।
ক্ষুধার্ত শকুনগুলো খামচে ধরুক ওঁদের গাল
চেপে ধরুক ওঁদের নিতম্ব, মাই, উরোজ
নর্দমা বানিয়ে যাক স্বাধীনতাকামীদের জরায়ু
ওঁরা তো আর এই ভূখণ্ড চায়নি, কেবল একটু স্বাধীনতা চেয়েছে।
শরম ভরম লাজ খেয়ে,পোশাকের স্বাধীনতা পেয়ে
যৌনাঙ্গের স্বাধীনতা চাইবে কাল রাস্তায় নেমে
ওঁদের চাওয়া কখনো থাকবে না থেমে --
উড়নচণ্ডী নারী, রাখতে চায়না গায়ে শাড়ী।
পরশু চাইবে কুকুরের মতো রাস্তায় অবাধে যৌনসঙ্গমের স্বাধীনতা
ওঁরা বন্দী পোশাকের পরাধীনতার শৃঙ্খলে
ওঁদের স্বাধীনতা দাও ---- তাড়িয়ে বুভুক্ষা
দ্যাখি করতে পারে কি-না স্বাধীনতা রক্ষা।
১০/০৯/২০২২ সৌদি আরব