দ্যাখো তো একটু খেয়ালের আঁচলটা সরিয়ে
হৃদয়ের গহীন থেকে উতরাচ্ছে কি কোন স্মৃতি?
এমনকি এক পূর্ণিমা রাতে যুগলবন্দী হ'য়ে ছিলাম
ঝুপড়ির চালের ছিদ্র দিয়ে চাঁদের সোনালী কিরণ -
তোমার মুখে পড়ে পুরো ঝুপড়িতে হ'য়ে ছিলো বিকিরণ।
সব দ্বন্দ্বের রশি টেনে, অভিমানের সিঁড়ি ভেঙে -
ফিরে এসো এই রূপোলী রাতে, সমুদ্রের তীরে
যেখানে প্রথম তোমাতে আমি, আমাতে তুমি হারিয়েছিলে।
০৭/০৬/২০২২ সৌদি আরব