তোমার বিদায়ে কাঁদছে বিশ্বাসী
ঐ দেখো দাঁত দেখিয়ে হাসছে মুনাফেক
কথায় কথায় বলে ওঁরা বিশ্বাসীদের ফাসেক।
তোমার বিদায়ে বুলবুলি করেছে অভিমান
গাইবেনা নাকি আর শেকল ভাঙার গান
ব্যথিত করেছে কোটি মানুষের হৃদয় তোমার প্রস্থান।
সত্যের পথে অবিচল ছিলে,ছিলে রাসুলে আশেক
জান্নাতে বসে হাসবে তুমি,কাঁদবে সেইদিন মুনাফেক।
হৃদয়ে তাজা তাজা রক্তের স্রোত বয়ে চলেছে অবিরত
সত্যের শির অসত্যের কাছে করোনি নত।
কণ্ঠে ছিলো কোরআনের গান
হৃদয়ে লালিত ছিলো রাসুলের শান!
খালি পড়ে থাকবে কোরআনের ময়দান।
কোরআন প্রেমীরা আর দেখতে পাবেনা তোমার মুখ
কেমনে ভুলবে কোটি মানুষ তোমার এ শোক।
তোমার প্রস্থানে হুংকার দিয়ে জানিয়ে দিলো বাংলার মাটি
"কোটি কোটি মানুষের মতো শোকাহত, ব্যথিত আমার প্রাণ
আর কখনো শুনতে পাবোনা কোরানের পাখির কণ্ঠে কোরানের গান"।
বাংলার জমিনে যারা গেয়েছেন কোরানের গান
কণ্ঠ রুধিতে অপশক্তির হয়েছে আগুয়ান!
অন্ধকার কারাগারে কেটেছে তোমার যুগের পর যুগ
মিথ্যে দলিত করতে পারেনি তোমার বুক!
ছিঁড়ে জালিমের শেকল বেড়ি,স্রস্টার দিদারে দিয়েছো পাড়ি
জান্নাতুল ফেরদৌসে হোক তোমার বাড়ি।
রাজপথ অবরোধ করে, মিছিল-মিটিং, স্লোগানে
আর কেউ তুলবে না তোমার মুক্তির দাবী
মিলে গিয়েছে তোমার চিরমুক্তির চাবি।
আজ আর কারোর হিম্মত নেই
তোমাকে আঁটকে রাখে পৃথিবীর কারাগারে!
আজ থেকে তুমি মুক্ত
জীবনানন্দে ঘুরে বেড়াও জান্নাতে।
মিথ্যের আড়ালে লুকিয়ে রাখা সত্য মেলবে একদিন ডাল
সত্যবাদীরা ছিঁড়ে ফেলবে জালিমের বিছানো জাল!
যদিও লুকিয়ে রাখে স্বর্গ-পাতাল-মর্ত্য
রামধনুর মতো ভেসে উঠবে চিরন্তন সত্য।
(আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির ইন্তেকালে)