তোমাকে ভালোবেসে থাকতে পারিনি সৎ
ভুলতে গদগদ খেয়েছিলাম মদ।
সারাতে হৃদয়ের ব্যামো
গাঞ্জার কল্কিতে দিয়েছিলাম চুমু।
তোমার দুচোখ ছিলো ডাগর ডাগর
গাঞ্জা চুমে মাঠে দ্যাখে ছিলাম সাগর।
গালের ভিতর হলো কুয়ো,
তুমি হলে তুলসী পাতার মতো ধুয়ো।
যখন ছড়ালো মোর নাম গাঞ্জাখোর
তুমি তোমার হৃদয় থেকে করে দিলে দূর।
আমার জীবনে আর আসেনি নতুন সূর্যোদয়
আর কভু দ্যাখতে পারিনি নতুন ভোর।
মদের গেলাস চুমে, প্রবেশ করিওনা ডোমে
শুনতে পাবেনা কর্ণ, লাশের বিভৎস চিৎকার
মৃতের আত্মা দিবে হাজারো ধিক্কার
লাঞ্ছনা, গঞ্জনা আর তিরস্কার।
নেশা জীবনের কাল, সময় থাকতে ধরো হাল
নেশার ঝড়ে যদি ছিঁড়ে জীবন-তরীর পাল
হারিয়ে যাবে গর্তে, তলিয়ে যাবে মর্ত্যে
এসো প্রতিজ্ঞা করি নেশার বিরুদ্ধে লড়তে।