তুমি যদি আমার হও
মোরা মুক্ত বাতাসে বুক ভরাবো
লুকোচুরি খেলব জোনাকির সাথে
হাতটা ধরে হাঁটব ধান সিড়ির তীরে।
মোরা ঘুরতে যাবো এন্টার্কটিকা মহাদেশে
হারিয়ে যাবো কোন এক উপত্যকায়
রজনী নির্ঘুমতায় ভোর করবো আর্তুগুল গাজীর গুহায়
ফিরবো মোরা নতুন ভোরের নতুন সূর্যোদয়ের নেশায়।
তুমি যদি আমার হও
পৃথিবীর সমস্ত বেলীফুল দিয়ে মালা গেঁথে খোপায় পরিয়ে দেবো
আকাশের চাঁদ এনে কপোলে টিপ পরিয়ে দেবো
রংধনুর সব-কটি রং দিয়ে আলতা লাগিয়ে দেবো পায়ে।
নীল শাড়ি, কাজল কালো আঁখি, পায়ে আলতা
কপোলে টিপ, খোঁপায় বেলীফুলের মালা
বৃষ্টির মতো, চুড়ির রিনিঝিনি শব্দ
খুব ভয় হয়, যদি কেউ করে নেয় তোমায় জব্দ
আমি যে হয়ে যাবো নিথর স্তব্ধ।
তুমি যদি আমার হও
পদ্ম বিলের ঝিলে ভালোবাসার ফুল ফুটাবো
ডুবুরি হয়ে সাগরের গভীরে কুড়বো নুরি
ভালোবাসার এ খেলায় হতে দেবোনা তোমায় কভু বুড়ি।
চৈত্রের রোধে মেঘ হয়ে ছায়া দেবো
মাঘের শীতে জড়িয়ে রাখবো কাথা হয়ে
বৃষ্টিতে রবো ছাতা হয়ে,
নিশিতে রবো গায়ের জামা হয়ে।
তুমি যদি আমার হও
তোমার দিকে ধেয়ে আসা জলোচ্ছ্বাসে বুক পেতে দিবো
আলিঙ্গন করে নিবো মৃত্যুকে
দেবো না তোমায় নিতে যমদূতকে।
হাজারো অপবাদ নতশিরে গ্রহণ করে নিবো
পরে নিবো পায়ে শিকল বেড়ী
আমার হতে তুমি করো না'ক দেরী
তুমি হীন বইতে পারবোনা দুঃখের তরী।