চোখের জল ছেড়ে ছেড়ে প্রার্থনা করে কেউ পাঠায় জান্নাতে ---
আবার কেউ এসে প্রার্থনা করে জান্নাত থেকে পাঠায় জাহান্নামে।
রাজনৈতিক রোষানলে ফোঁসে উঠেছে দেশ --
সার্কাস দ্যাখতে যেতে হয়না আর মাঠে
সার্কাসের বানর মিলে আজ ঘাটে
বিদ্রুপের চপেটাঘাত পিঠে
দ্যাখছি সার্কাসের বানর, এ নয়তো মিছে।
ক্ষমতার মসনদে বসতে চলে বেফাঁস কথা
পাখির মতো মারছে মানুষ, খুলিতে গাঁথছে মালা
সংসদে বসে চলে তুই-তনখা-শালা।
মজলুমের দূর্দশা দূরীকরণের কথা ব'লে না কেউ
কুকুরের মতো করে ঘেউঘেউ --
বুকের অলিন্দে বহে ক্ষমতার ঢেউ
ফ্লাইওভার ধ্বসে, পিচঢালা রাজপথে পথচারী যায় পিষে
রসালো ললিপপ চুষে সাংসদ সংসদে বসে।
সরকারের ব্যার্থতা কিন্তু স্বীকার করবে না সরকার
এমন একটি জনবহুল রাজপথে সেফটি ব্যারিকেড দরকার
সরকারি দলের ঠিকাদার -- ক্ষমতা যেন সম্পত্তি বাপ-দাদার।
আবার এক মন্ত্রী এসে ব'লেন হেঁসে --
বাংলাদেশের মানুষ নাকি জান্নাতে আছে
গগনচুম্বী দ্রব্যমূল্য, নুন আনতে পান্তা ফুরায়
খামখেয়ালীপনায় পয়সা উড়ায় ---
এমন জন্তু দ্যাখে আঁখো জুড়ায়।
ক্যামন জন্তু পুষছে সরকার
অসৎ পন্থায় জয়ী হতে এমন জন্তু দরকার
মাঝেমধ্যে দিতে আসে বিনোদন
তা দ্যাখে বন্ধ হয় ক্ষুধা কাতর শিশুর রোদন
আনন্দে নেচে উঠে সারা বাংলার জনগণ।
জনগণকে বানাতে চায় মদন --
জনগণ করে আচ্ছামতো রস আস্বাদন
বিনোদন দ্যাখতে বিনোদিনী নিষ্প্রয়োজন।
১৬/০৮/২০২২ সৌদি আরব