শক্তি নেই হাসতে, স্বপ্ন নেই বাঁচতে
হতাশার করাল থাবা এসেছে নাচতে।
কেউ ছাড়তে চায়না এতো সুন্দর ভুবন
তুমি ছাড়া অসহ্য লাগে এই পবন।
ফিরে আসবে বলে কতোকাল ধরে গুনছি প্রহর
শুনেছি গাঁও ছেড়ে নাকি পাড়ি দিয়েছো তুমি শহর।
ভেঙে বুক হয়েছে চুরমার,আর বুঝি দেখা হবেনা তোমার-আমার
বেদনারা মস্ত বড়ো হাতুড়ি দিয়ে আঘাত করছে বুকে যেনো দক্ষ কামার।
যদি একবার হাতে পেতাম আমার আয়ুর খাতা
একটানে ছিঁড়ে দিতাম সবকটি পাতা।
যতই যাচ্ছে দিন,বাড়ছে ঋণ,বাজছে বুকে বীণ
জীবনকে আঁকড়ে ধরেছে যে হতাশা হয়না তার লীন।
ধরতে পারছিনা আর সবর, প্রস্তুত করো মোর কবর
কেটে সাজিয়ে রাখো বাঁশ, বন্ধ হয়ে আসছে মোর শ্বাস!
মনে হচ্ছে, মনে হচ্ছে এক্ষুণি বুঝি হয়ে যাবো লাশ
চোখ বুজলে দেখি পুরনো গোরস্তানে দোল খাচ্ছে শুভ্র কাশ।
মসজিদের খাটিয়া এনে রাখো বাড়ি -
চার স্বজনের কাঁধে চড়ে দেবো আমি পাড়ি।
করতে দাফন, সময় পাবেনা কিনতে কাফন
রাত্রি ভোর হলে আনিও তোমরা, যারা আমার অতি আপন।
ডিপ্রেশনে থাকা আত্মারা ডাকছে আমায় দিয়ে হাতছানি
প্রস্তুত করো আতর,গোলাপ, বরই পাতার গরম পানি!
বসতি গড়তে নাগাল পাবেনা ব্যথা, বেদনা, হতাশার গ্লানি।
কতোকাল ধরে দিচ্ছি নিজে নিজেকে ফাঁকি
ইচ্ছে করছেনা আর বেঁচে থাকি।
আজকের রাতেই যদি হয় জীবনের অবসান
মহানন্দে গাইবো আমি ঈদের গান।
২৩/০৯/২৩ সৌদি আরব