তুমি আমার কবিতার শব্দের অভিধান
তোমার ভালোবাসায় জয় করবো অন্তীম নিদান!
কখনো কখনো আবার বিশ্বকোষ -
এক পলক না দেখলে হৃদয় হয় বেহুশ।
তীব্র গরমে এক বেলুন শীতল হাওয়া
বড় ভাগ্যের ব্যাপার তোমার মতো প্রিয়তমা পাওয়া!
তুমি আমার জীবনানন্দ, নির্মল অক্সিজেন
তুমি ছাড়া শূন্য বিশ্বকোষ, শূন্য পৃথিবীর জ্ঞান।
টিকটিক করে চলা, তুমি আমার বুকের ঘড়ি
সকাল বিকাল সন্ধ্যা আমি তোমাকেই পড়ি!
তুমি আমার হৃদাকাশের নক্ষত্র, জ্যামিতিক সূত্র --
প্রতিদিন তোমাকে নিয়ে লিখি কবিতার আদলে পত্র।