যাদের গুলি করছো, গ্রেফতার করছো
বন্দীশালায় করছো প্রেরণ
তাদের অপরাধ স্বৈরাচার বিরোধী বিদ্রোহ করা
জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া।
অর্ধশত বছর ধরে স্বাধীনতা'কে খুঁজছে আঠারো কোটি মানুষ
স্বাধীনতা'কে হায়েনার কবল থেকে মুক্ত করতে লড়ছে
মৃত্যুর শরাব পান করছে দেদারসে।
মিছিল মিটিং সমাবেশের স্বাধীনতা তো নেই
কথা বলার স্বাধীনতাটাও ছিনিয়ে নিয়েছে
বুকের ভিতর পুঁতে দিয়েছে মৃত্যুর ভয়।
যাঁরা এই মৃত্যুর ভয় উপেক্ষা করে রাজপথে নেমেছে
ফিরে আসতে পারেনি ঘরে --
ক্ষমতাসীনদের বুলেটে রাস্তায় পড়ে রয়েছে মরে।
কতো মায়ের সন্তান গুম-খুন হয়েছে ---
ফাঁসিতে ঝুলেছে ফিরিয়ে দিতে গিয়ে অধিকার
অধিকার কি ফিরে পেয়েছে?
মৌলিক অধিকার গুলো-ও আজ খর্ব হ'য়েছে।
ভূখণ্ডের বিজয় এবং কর্তৃত্ব পেয়েছি
বাকশক্তি বন্দী স্বৈরশাসকের বন্দুকের নালে
কতো মুক্তিকামীকে মরতে দ্যাখেছি কালেকালে।