প্রাণ যেদিন যাবে ছাড়ি
মোর নামের সাথে দিবে আড়ি
কেউ ডাকবে না আর নাম ধরি
চলো ভাই লাশটার কাফন দাফন সারি।
মিটু নামের পড়বে ভাঁটা, লাশ কথার ফুটবে খই
হাত চালিয়ে কাটো বাঁশ, এসো ধৌত করি লাশ।
যতোক্ষণ থাকবো মাটির 'পর, লাশ লাশ হবে সরব
আপদ বিদায় হ'য়েছে এমনটি ব'লে অনেক করবে গৌরব।
জানতে চাও যদি অধিক আগ্রহে
অতি আনন্দে ক্যানো বানাচ্ছো ভাই নব বাঁশের পাটি
লাশের বুকে রেখে পাটি, আচ্ছা মতো দেবো মাটি
মিটু নামের পড়বে ভাঁটি, লাশ কথাটি হবে খাঁটি।
উঠোনের কোনে কাপড় মুড়িয়ে কিসের তরে এ ঘর
লাশকে গোসল দিয়ে সাজাতে বর তৈরি হলো এ ঘর।
সর্ব বাঁধন আটিয়া যখন রাখবে খাটিয়ায়
হঠাৎ কেউ এসে বলবে লাশের মুখের বাঁধনটা একটু খোল, শেষ দ্যাখাটা দ্যাখি।
প্রাণ যেদিন যাবে ছাড়ি, নামের সাথে পড়বে আড়ি
সবার মুখে মুখে লাশ, মিটু নামের হবে নাশ।