সবাই প্রতিযোগিতা করে বিল গেটস কিংবা -
মুকেশ আম্বানি কিংবা মার্ক জুকারবার্গ হতে
কেউ প্রতিযোগিতা করে না হযরত ওমর, আলী-
ওসমান কিংবা আবু বকর হতে।
সবাই প্রতিযোগিতা করে দারিদ্র্যতা ঘুচিয়ে -
গগনচুম্বী অট্টালিকা তুলতে -
কেউ প্রতিযোগিতা করে না হালাল উপার্জনে
হালাল আহারে কুঁড়ে ঘরে জীবিকা নির্বাহ করতে।
কাক ডাকা স্নিগ্ধ ভোরে ঘুম থেকে জেগে শুরু হয় প্রতিযোগিতা
ভালো থাকার এবং ভালো রাখার প্রতিযোগিতা।
এই দুনিয়ায় সবাই প্রতিযোগি, হয়না সবাই জয়ী
কিসের তরে ছুটছে মানুষ, মরছে ভুরিভুরি।
সবাই প্রতিযোগিতা করে ইহকালের সুখ-স্বাচ্ছন্দ্যের
পরকালের সুখের প্রতিযোগিতা কেউ করে না।
তপ্ত রোদের দগ্ধা থেকে বাঁচতে মাথায় ধরে ছাতা
জাহান্নামের অগ্নি থেকে বাঁচতে করে হেলাফেলা।
ঈমানের অনুজ্জ্বল শিখা করতে দীপ্ত
প্রতিযোগিতায় কেউ হচ্ছে না লিপ্ত
জাহান্নামের লেলিহান শিখায় করছে নিক্ষিপ্ত
অলীক খোয়াবে দুনিয়াবি চিন্তায় বিক্ষিপ্ত।
সবাই ভাবে হবে রাসুলের সঙ্গী
কর্মে সবাই দাজ্জালের কর্মী।
হওক সে মুসলিম কিংবা অন্য ধর্মাবলম্বী
ঈশ্বর, আল্লাহ, ভগবানের কথা কেবল ধর্মগ্রন্থে পড়ি।
সবাই প্রতিযোগি! প্রতিযোগিতা করি ক্ষমতার
আধিপত্যের, স্থায়িত্বের, আসন দখলের -
সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা ঝেড়ে -
প্রতিযোগিতা করি সম্পত্তি বাড়ানোর
প্রতিযোগিতা করিনা হৃদয়ের মরীচিকা তাড়ানোর।
✑ মিটু সর্দার
০৩/০৯/২০২২ সৌদি আরব