বর্জন করে সুইডিশ পণ্য, হও মুসলিম কিঞ্চিৎ ধন্য
কি ভেবেছে ওঁরা, মুসলিম অতি নগণ্য।
ক্ষুরধার করো ভোঁতা তরবারী, সাজাও সমর
আঘাতে আঘাতে ভেঙে দাও কুলাঙ্গারের কোমর।
বিশ্ব যখন ছিলো ঈদের আনন্দে আত্মহারা
কুলাঙ্গার কুরান পুড়িয়ে বাড়িয়েছে মুসলিমের অন্তরে জ্বালা।
সময় এসেছে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করে প্রতিরোধ গড়ার
নিজেকে ঈশ্বরের রাস্তায় সোপর্দ করে নতজানু হবার।
পরিষ্কার করে হৃদয়ের ধুলোবালি,ময়লা,মরীচিকা
এক হয়ে জ্বালাও ঈমানের প্রজ্বলিত শিখা।
পদদলিত করে কুরান,লুণ্ঠিত করেছে মোদের ঈমান
হুশিয়ার-হুশিয়ার-হুশিয়ার, বাধ্য করোনা প্রস্তুত করতে ছামান।
হারিয়ে হুঁশ, পুড়িয়েছে মুসলিমের ফুসফুস
খোদা বিরোধীরা করছে দাবী জানোয়ার নির্দোষ।
এক হও মুসলিম, বয়কট করো সুইডিশ পণ্য
যতোদিন স্বীকার না করবে এ কাজ গর্হিত-জঘন্য।
কুরান দিয়ে খেলেছে ফুটবল,এসেছে চোখে জল
ভোগ করবে কুলাঙ্গার, ভোগ করবে এর ফল।
বাক স্বাধীনতার নামে ধর্মীয় মূল্যবোধে এনেছে আঘাত
আল্লাহ আকবর তাকবীরে,উলঙ্গ তরবারীতে করো প্রতিঘাত।