সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি ভাই
কণ্ঠনালীতে বেঁধেছেন কতো সুন্দর টাই।
অনেক শ্রম দিয়েছেন শ্রমিকের মতো খেটে
বজ্জাতেরা দুর্গন্ধ ছড়ায় নিছক ঘেঁটে।
হ'য়েছেন ক্ষানিকটা বেঁটে, বুদ্ধি প্রতিটি গিঁটে
এগিয়ে যাবে দুর্দান্ত প্রত্যয়ে আপনার লিডে।
যখন বসেছিলাম ট্রেনে জানালার পাশে
হাতে পপ্পন নিয়ে দ্যাখি একটি মিষ্টি মেয়ে হাসে।
হঠাৎ কাছে এসে ব'লে আঙ্কেল পপ্পন নিবেন -
দুপুরে কিচ্ছু খায়নি, পাঁচ টাকা প্যাকেট।
মনে পড়লো আপনার ক্লান্ত মুখ --
দশ প্যাকেট নেওয়ায় হাসিতে ভরিয়ে দিলো মোর বুক।
এ-তো পরিশ্রম অতীতে আর কেউ করেনি --
তারপরও আপনার সুনাম ছড়ায়-নি।
চলছে তো চলবেই এ হানাহানি
ঝেড়ে ফেলে ব্যর্থতার গ্লানি -
আসেন পাপন ভাই -দুজনে মিলে পপ্পন খাই
আইয়ুব বাচ্চুর গীটারটা হাতে নিয়ে মনের শোকে গান গাই।
"ক্রিকেট যাক জলে --
অনেক পেয়েছি ক্রিকেটের ছলে -
উড়িয়ে দেবো সমালোচক বন্দুকের নলে --
গানের তালে আমি পাপন গেলাম ব'লে "।
(পপ্পন-পপকর্ণ)

১১/০৯/২০২২ ইং