ছোট্ট সোনা বড়ো হবে
নাম কামাবে বিশ্বে
সুন্দর সুন্দর ব্যবহারে
থাকবে সোনা সবার শীর্ষে।
মানুষের মতো মানুষ হবে
দুঃখ ঘুচাইবে দুঃখীর
গরীব মানুষের পাশে দাড়িয়ে
শক্তি জোগাবে পেশির।
ছোট্ট সোনা বড়ো হবে
কদর করবে জ্ঞানীর
বৈরিতা দূর করবে উঁচু-নীচু শ্রেণির
কদর করবে জ্ঞানীর।
নিয়মিত যাবে বিদ্যালয়ে
মনোযোগী হবে পাঠে
ছোট্ট সোনা ছবি আঁকবে
পড়াশোনার ফাঁকে।
০৪/১১/২০২২ইং, সৌদি আরব