ও মন আমার -
কিসে আছো তন্দ্রাচ্ছন্ন হ'য়ে?
কিসের ঘোরে খাচ্ছো ঘুরপাক?
বেলা যে তোর শেষান্তে
তারপরও খাচ্ছো, দাচ্ছো, ঘুরছো নির্বিঘ্নে।
কি আছে তোর? কি'বা কুড়িয়েছিস?
যৌবন তো দিলি কাটিয়ে প্রেয়সীর পিছুপিছু
অন্তরে কি জাগে না ভয় কিছুকিছু?
কিভাবে শুধিবে দেনা?
করছো খামখেয়ালি পাগলপনা।
উন্মাদ উত্তেজনা -
কতোটুকু চুকিয়েছো লেনাদেনা?
যাদের যাবার কথা নই, তারা-ও গিয়েছে ছাড়ি
অপেক্ষার প্রহর গুন, তুমিও দেবে পাড়ি।
ও মন আমার -
সবকিছুতে করছো ক্যানো আমার আমার?
তোমার ব'লে নেই কিচ্ছু, কিচ্ছু নেই
তুমি তো মুসাফির,পথিক,পর্যটক ধরাধামে
জিন্দেগী গুজার করছো অতি আরামে।
গগনচুম্বী অট্টালিকা দ্যাখে, দ্যাখে নিকুঞ্জ
ক্যানো সাধ জাগাও অন্তরতম প্রদেশে?
সব মিথ্যে, গোলকধাঁধা, জীবন চালাও সিধেসাদা
চারিদিকে চাকচিক্যের পাতা ফাঁদ
দিচ্ছো ক্যানো ফাঁদে পা?
বাড়িয়ে নিচ্ছো হৃদয়ের ঘা।
ও মন আমার -
এই পৃথিবীও এক যৌবনারম্ভ কিশোরীর মতো
তুমি ভুলে আছো তোমার কর্ম -
পৃথিবীর মোহগ্রস্ততায়, বিকার তুমি, বুদ্ধিভ্রষ্ট।
০১/০৬/২০২২ সৌদি আরব