ভালোবাসার খাজনা বকেয়া রেখেছি-
ঋণ বাড়াবো বলে.......

কোন এক বসন্তে শুরু.......
একে একে শীত-গ্রীস্ম-বর্ষা বর্গা নিয়েছি, কিন্তু
একটাও ফসল ঘরে নিতে পারিনি।

প্রতিবারই অকাল বৃষ্টি এসে ভিজে যায় উঠোন,
ঘুগরা-উইপোকা খেয়ে যায় ধান......
প্রতিবারই খড়কুটো-তুষ নিয়েই নাড়াচাড়া আমার।

ভালোই লাগে.......
ফি বসন্তে প্রতিবার রিক্ত-শুণ্যহাতে তোমার দূয়ারে দাঁড়াতে।

ভালোবাসার খাজনা বকেয়া রেখেছি-
ঋণ বাড়াবো বলে.......

নির্বাচিত কাব্য: "একমুঠো ভালোবাসা"
>তারিখ:[২৭/০৩/১৭সোমবার]