জল ছুঁয়ে ছুঁয়ে উড়ে যেতে চাই
বাস্পকণায়।

যে পথে অগস্ত হেঁটেছিলো বিন্ধ্যাচল --
সিন্ধুর হাত ধরে যে পথে বাঁশি বাজালো ব্যবিলন,
সুমেরুর পাশ ঘেঁষে উড়ে যাবো--
যে পথে সূর্য হাঁটে।

বাতাসে হেলান দিয়ে পার হবো
সাত সমুদ্র তেরো নদী।

বিশাল আকাশ ছোঁবো...
বাতাস তো ছুঁয়েই আছি!

মেঘ, তুমি চেয়ে দেখো হৃদয় মাঝে;
আমিই হৃৎপিন্ড!

ছিঁড়ে দেখো, হবো বজ্রপাত!
বিস্ফোরিত হবো তোমাতেই।

না হয়, বৃষ্টি করে ছেড়ে দিও....
নিয়েছিলে যেমন।

তবু তো! তোমার অস্তিত্বেই ছিন্ন হবো!
ক্ষুদ্র! তথাপিও, তুমিই আছো সবটা জুড়ে।

  রচনা: 08/06/17/বৃহস্পতি বার।