___[তোমায় খুঁজি,]___
তোমায় খুঁজি,
আমার ভেতরেরও ভেতরে
আন্তরের গহীন অন্দরে;
যেখানে, শেকড় ছড়িয়ে রন্ধ্রে-রন্ধ্রে
আত্মার নাদ্ কম্পনে-
গোপি খেলায়।
তোমায় খুঁজি,
হাটা হাটা সেই অনন্তকালের
হাটা পথে--
যেখানে, পথের শেষেই
পথের নতুন ভেদ।
সমর্পণের সমাধীতে-
নতুন আরেক আমি।
মৃত্যুতে খেল মৃত্যুঞ্জয়ের
সৃষ্টি উন্মাদনা।
সত্য তুমি, ধ্রুব তুমি,
নিত্য তুমি প্রকাশ।
বাজাও আপন সুর-
প্রলয়ো -সৃষ্টি -মহাতানে।
------মিটুল কুমার বোস
[ 13/01/11- বৃহস্পতিবার ]