তেমনি করেই চাই গো....
যেমন করে মেঘভেঙ্গে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে মাটির বুকে,
যেমন করে সাগরভাঙ্গা ঢেউ আছড়ে পড়ে বালুচরে,
যেমন করে আকাশভাঙ্গা আলো ছিটকে পড়ে লোকান্তরে-
তেমনি করেই চাই তোমায়।
তেমনি করেই চাই গো.....
যেমন করে দখিনাবাতাস নম্র পরশ লাগায় গায়ে,
যেমন করে পাখিরডাকে রাতেরঘুম চোখ খোলে,
যেমন করে বনলতা নিবিড়ে জড়ায় হিজলগায়ে,
যেমন করে কলমিরডগা রাতের কোলে বেড়ে ওঠে-
তেমনি করেই চাই তোমায়।
তেমনি করেই চাই গো......
যেমন করে রুক্ষখরায় ঝট্কাবৃষ্টি বক্ষ জুড়ায়
যেমন করে ধানের ঢেউ ছুটে যায় ফসলের ঘ্রাণে,
যেমন করে বটেরছায়া পথিকের ঘুম আগলে রাখে,
যেমন করে উড়ন্তঘুড়ি বাঁধা থাকে সূতোর টানে,
যেমন করে খরস্রোতা লীনাঙ্গিনী সাগরটানে-
তেমনি করেই চাই তোমায়।
তেমনি করেই চাই গো.....
তেমনি করেই চাই তোমায়।।
মিটুল কুমার বোস- [ ১৪/০৫/১৭ ]