♥♥♥
তারাপদ, উঠে দাড়াও।
চেয়ে দেখ,
তোমার ছায়াটাও উঠে দাড়িয়েছে তোমার সাথে।
পড়ন্ত বিকেলে বয়সের সাথে পাল্লা দিয়ে
তোমার আগেই ছুটে চলেছে সে।
তুমি রঙ্গিন, বহুরূপী।
কিন্তু ও'র রূপ একটাই, স্রেফ সাদাকালো।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার
প্লাস্টিক সার্জারিতে তুমি মুখের রূপ বদলাতে পার;
কিন্তু, লুকোতে পারবেনা। ও' ঠিকই, তোমাকে
চিনে নেবে।
তুমি মিথ্যে দিয়ে নাম বদলাতে পার,
ফাইল উল্টিয়ে পাতা গায়েব করতে পার,
নিচের ফাইল উপর করতে বসের পা চাটতে পার,
কিন্তু তোমার থেকে ওকে আলাদা করতে পারবে না।
সমস্ত অপকীর্তির ডুয়েট পার্টনার হয়েও সে তোমার কানাকড়ির ভাগও নেবে না।
তোমাকে ঘুমতেও দেবে না,
ও'র জরা নেই, ব্যাধি নেই, ও'র চোখে ঘুম নেই।
তোমার ঘুম চুষে নেওয়াই ও'র কাজ।
অথচ, ও'কে কেউ চোরও বলে না।
একদিন তোমার ফাঁসি হবে,
মৃত্যু যন্ত্রণায় তুমি কাঁদবে, ছটফট করবে, চোখের জলে গঙ্গা বইবে;
ও' তখন হেলবে- দুলবে, নাচবে, তোমার সাথে বিদ্রুপ করবে।
তোমার বেদম কস্টদায়ক নির্মম মৃত্যু হবে।
অথচ, ও' নির্দোষ, ও'র কোন মৃত্যু নেই।
------------------মিটুল কুমার বোস।31/12/16.