তবু মনে রেখো।
মনে রেখো
সকালের প্রথম রবির মতো..।
মনে রেখো
দুপুরের প্রখরে..
সোনালি বিকেলে..
সন্ধ্যার তারায়..
রাতের জোছনায়…
ভোরের কুজনের মতো।
মনে রেখো বিছানার গন্ধে-
খাবার টেবিলে-
শাড়ির ভাঁজে-
দরজার অন্তরালে-
একাকীত্বের গহীনে।
ঘৃণা যদি কিছু থাকে-
সেখানেও মনে রেখো।
মনে রেখো
পুরনো রুমালের মতো-
ছিঁড়ে যাওয়া চুলের মতো-
গত ক্লাসের অনাদরী খাতার মতো।
মনে রেখো
তবু মনে রেখো....।
মনে রেখো ড্রেসিংটেবিলে-
আয়নার দুরত্বে-
জালনার কার্নিশে-
বেলকনীর পরিসরে-
পত্রিকার আবডালে
ভুলভাল কল্পনার অবসরে।
মনে রেখো
ভুল করে ভুলে যেতে চেয়েও;
এক চিলতে রোদের মতো-
এই আছে এই নেই
লুকোচুরি ছায়ার মতো।
ভুল করেই মনে রেখো-
না রাখা কথার মতো।
মনে রেখো
তবু মনে রেখো।।
তাং- ০৪/০৬/২১, রাত ১১.৪২মি।