স্বাধীনতা তুমি ঊষার আকাশ
শিশিরে ভেজা উঠোন,
স্বাধীনতা তুমি পাঠশালা মোর
বুকের স্বপ্ন বুনন।

স্বাধীনতা তুমি মায়ের কোলে
আমার রাজত্ব,
স্বাধীনতা তুমি সূর্যোদয়ে
বাংলার অমরত্ব।

স্বাধীনতা তুমি খুকুর হাতের
কঞ্চি-কাঠের কলম-
স্বাধীনতা তুমি রক্তে আঁকা
মানচিত্র এক পরম।

স্বাধীনতা তুমি শিশুর হাতের
ইচ্ছেখুশির খাতা-
স্বাধীনতা তুমি বাংলার ছবি
বর্ণমালার পাতা।

স্বাধীনতা তুমি ৭ই মার্চের
বঙ্গবন্ধুর ভাষণ
স্বাধীনতা তুমি কোটি জনতার
রক্ত-নাচা শিহরণ।

স্বাধীনতা তুমি নয়টি মাসের
রক্তঝরা যুদ্ধ-
স্বাধীনতা তুমি সন্তানহারার
হাহাকার শ্বাস-রুদ্ধ।

স্বাধীনতা তুমি সার্বভৌম
মহান সংবিধান-
স্বাধীনতা তুমি গণতন্ত্রের
মুক্তির জয়োগান।

স্বাধীনতা তুমি সকল শিশুর
বুক ভরা শত আশা
স্বাধীনতা তুমি সব মানুষের-
দৃপ্ত ভালোবাসা।।

মিটুল কুমার বোস
[18/03/2017,8.15am]