..............................
তার চেয়ে নয় মেঘকে বলো
আমার চোখে বৃষ্টি দিক।
না হয় বলো সমুদ্রকে;
একটা বানে ভাসিয়ে নিক।
যদি বলো রোদ্দুরে-
আপত্তি নেই।
ডাকবেই যখন দুপুর ডেকো-
বিকেল টা না হয় তোমার জন্যেই অনুরূপা।
রাতকে তুমি কালো বলো বরাবরই।
তাই বলে ঐ আঁধার দেখো-
না থাকলেও কি তারারা ওই ফুঁটতো বলো..!
সেটাও নেবে...!
নেবেই যদি..
নাও না আমার ঘুমটাকে সব।
শুধু আমার চোখের পাতায় একটা 'তুমি' লাগিয়ে দাও ।
একটা 'তুমি'
একটা 'তুমি'
একটা 'তুমি' দাও।
যে তুমিতে আমার আমি
খেলা করি দিবস রাতি-
মনের সুখে আপন ভুলে-
চেতন ভোলা পদাবলি গাও
আমায় তুমি সেই 'তুমি'টা দাও।
মিটুল: তাং- ০৫/১০/১৮( শুক্রবার)