----------
দিনের শেষ সীমারেখা ছুঁয়ে অকাল নৈঃশব্দ্য..
নিশ্চিত দাসত্বের ভারে মাথানত বিবর্ণ বিকেল,
অবসন্ন মেঘে ঢাকা সন্ধ্যার তারা-
কৌতূহল বিস্তৃত এইসব রাত।

প্রস্তর-সমাধি-শরীর অন্তরালে ভিসুভিয়াস,
প্রবাহমান অনুভূতিতে বিষণ্ণ অতীত,
শিরা-উপশিরায় জলন্ত পাবক।

তবু,
নরম সকালের প্রতীক্ষায় নদীরেখা,
লাভার অন্যপাশে ঝর্ণাধারা.......
ছুটে চলে অন্ধকার চূর্ণ করে-- সজল সমুদ্রে।।

রচনাকালঃ
মিটুল কুমার বোস[ 06/01/18,শনিবার]