প্রতি রাতে যে মেয়েটা
হাতে হাতে বদলায়,
সমাজ তাকে দেয় না যে ঠাঁই
সমাজ চেনার আয়নায়।
মন হারিয়ে মন খোঁজে যে
বারাঙ্গনার রঙ্গনায়,
তার কথাটা কেউ ভাবে কি-
খুশ মহলের অঙ্গনায়?
যে পাখিটা মেলল ডানা
মুক্ত বায়ুর ঠিকানায়?
সেই পাখিটা কোথায় গেলো
ফিরলো না আর আস্তানায়!
যে শিশুটি করলো শুরু
হাঁটি হাঁটি গুঁটি পায়,
চলার সে পথ রুদ্ধ কেন-
কে পরালো শেকল তায়?
যে যুগলে প্রতিক্ষণে
গড়তো নতুন আলো,
সেই যুগলটা ছিন্ন কেন-
মুখটা কেন কালো?
যে বুকেতে গভীর আশা
চিত্ত উচাটন
বুকটা আজকে বিদ্ধ কেন-
শূণ্য কেন মন?
যে ছোঁয়াতে পরশ ছিলো
সজীব ভালোবাসা,
সেই ছোঁয়াটা কোথায় গেল
কোন্ বনে তার বাসা?