প্রেম তুমি নবান্নের
তপ্ত পিঠার স্বাদ,
শীতের লেপে ঝাপটে ধরা
প্রেয়সীর উষ্ণ হাত।
       ♥♥
প্রেম তুমি কুয়াশার চাঁদরে
শিশিরে মোড়া উঠোন,
আলসে সকালে ঘুম ভাঙ্গাতে
মায়ের মিষ্টি বকন।
         ♥♥
প্রেম তুমি বিকেল বেলার
খেলার মাঠের টান,
ভাটার টানে গা ভাসিয়ে
জোয়ারে ফেরা বান।
          ♥♥
প্রেম তুমি ক্রিকেট মাঠের
তালি মাখা হৈ চৈ,
ছেলে বেলার ঘুড়ি উড়ানো
সারা গ্রাম পৈ পৈ।
          ♥♥
প্রেম তুমি প্রেয়সীর হাতের
প্রথম গোপন চিঠি।
বীর প্রেমিক সাজতে গিয়ে
পাড়ার দাদার লাঠি।
           ♥♥
প্রেম তুমি চায়ের কাপে
গরম একটা চুমুক,
শেয়ার বাজারের খবর পড়ে
আশায় বাঁধা বুক।
           ♥♥
প্রেম তুমি নির্জনে একাকী
কবির নীরব কবিতা,
রাজনীতির রঙ্গমঞ্চে
নেতার সরব বক্তৃতা।
            ♥♥
প্রেম তুমি শহীদ মিনারে
দেয়া প্রিয় ফুল,
পতাকা হাতে খুকির দৌড়
দুলিয়ে এলো চুল।
           ♥♥
প্রেম তুমি বৃদ্ধ পিতার
হাহাকার, দীর্ঘশ্বাস,
বয়সের ভারে ভাগ্য লিপির
নির্মম পরিহাস।
         ♥♥
প্রেম তুমি আদিগন্ত
অদম্য শত আশা,
জীবনের মাঝে জীবনেরই স্বাদ
অতৃপ্ত ভালোবাসা।।
___♦মিটুল কুমার বোস।♦