আরও একবার.....!
আরোও একবার ঝঙ্কার তোলো তোমার বীণায়...।

সে বার সন্ধ্যারাগে যে সুর বেঁধেছিলে ..?
সারারাত তারায় তারায় সেধেও তার স্বরলিপি খুঁজে পাইনি।

শুনেছি জীবনানন্দও খুঁজেছিলো গাঙুড়ের জলে..
নজরুল অগ্নিবীণায়...
সুকান্ত লালচিঠি- নীলখামে.....
বিশ্বকবি সোনার তরী বেয়েও তার ভেড়াতে পারেনি নাও...।

প্রেম বুঝি না।
তাই জোছনা চিবিয়ে স্বপ্নও বের করতে পারি না।
আমি বুঝি উত্তাপ-
খরার দাহ -
কপাল নিঙড়ানো ঘাম...
জল রক্তের লবণাক্ততা-
ক্ষুধার ঘানিতে পিষে আনা পাবক-
লাল যন্ত্রণা......
আর বুঝি তোমাকে,
তোমার দু'টি চোখ... ।

এবার বৃষ্টি দাও...
মেঘে-মেঘে ঝঙ্কার হানো...
ভিজিয়ে দাও-
সুর তোলো আরও একবার...
আরোও একবার ঝঙ্কার তোলো তোমার বীণায়...।

      মিটুল
      তাং- ২৯/০৩/১৯, শুক্রবার।