.........
থেমে যাওয়া বৃষ্টির টুপটুপ শব্দ শুনেছো অনন্যা?
জোছনারা মরে যাওয়ার আগে
চাঁদের কি উষ্ণতা!
দেখেছো....?
মৃত্যু জেনেও রঙিন ফানুশ -
কীভাবে ছুটে যায় ঊর্ধ্বপানে ?
রাত্তিরেই ফুলের জন্ম-
অথচ,সেই রাত্তিরের আগেই তার অবসান!
সম্মুখে নিভে যাওয়া রোদ্দুর-
বিকেলের কি ঝাঁজ!
তাও কি দেখেছো?
মৌনতার আগে এক ঝাঁক কান্না
কীভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে শুধু মৌনতাকেই সাধে?
গলাকাটা মুরগীটার কি ছটফটানি!
ও'কি জানে...!
একটু পরেই কতোটা শান্ত ও'...
কতোটা মৌন হবে নিশ্চিন্তে ?
ঠিক তেমনি;
হৃদস্পন্দনগুলো স্তব্ধ হওয়ার আগেই
ফিরে যেতে চায় একবার-
স্মৃতির কোলাজ খুলে আরো একবার দেখতে চায়
কতোটা দেউলিয়া হলে
তোমার বুকে সমৃদ্ধ প্রেমিক হয়ে থাকা যায়!!
তাং- ৪/১০/১৮(বৃহস্পতিবার)