★[ কতোটা ভালোবাসি ? ]★
....................................
বলে দিতে হবে কেনো
কতোটা ভালোবাসি তোমায়?
এই টি.এস.সি চত্ত্বর! রোকেয়ার গেট,
এই ফুল মার্কেট! মধুর ক্যান্টিনের কোন টেবিলটি না জানে;
কতোটা ভালোবাসি তোমায়?
এই ক্লান্ত বৃক্ষ, ভগ্নবেঞ্চে শুয়ে থাকা ধুলো-
এই শাহবাগ! নীলক্ষেত! প্রতিটি লাইটপোস্টের সরু খাম্বা!
চোখবন্ধ করে বলে দিতে পারে--
কতোটাই ভালোবাসি তোমায়?
এই নির্জনতাও জানে।
কতোটা বেদনায় ফিরে যায় প্রতি রাতের ঘুম!
অনিদ্রাও জানে---
আর জানে আমার কবিতার খাতা।
খাতা কেন, প্রতিটি পাতাও জানে!
পাতা কেন, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, দাঁড়ি-কমা-সেমিকোলন নির্দ্বিধায় বলে দিতে পারে;
কতোটাই ভালোবাসি তোমায়?
নির্বাচিত কাব্য: "একমুঠো ভালোবাসা"
♦মিটুল কুমার বোস(১৪/০১/১৮/রবিবার)♦