কোন শখে তুমি আমায় ডাকো?
তোমাদের তলায় কী পাবো আমি?
বাক্সবন্দি বারোয়ারীতে ঠ্যাসা গুমট অন্ধকার-
আঁটো জানলার ছিদ্র দিয়ে ঢুকে পড়া
শিরশির নাকজ্বলনি তীব্র দুর্গন্ধ!
বড়জোর ঘুম ভাঙ্গা মধ্যরাতে সস্তা কিছু সেন্টিমেন্টের ঘ্যানঘ্যানানি। অত:পর আবেগ-অনাবেগের মধ্য দিয়ে শারীরী তৃপ্তি.....
এছাড়াতো বৈ কিছু নয়!
না আছে করিডোর, না কোন পূর্নিমা আলো চুষে নেওয়ার স্বাদ........
কালো ক্যাটক্যেটে চিনিবিহীন চা'যোগে শুকনো মুড়ির স্নাকস, টিনের ঠনঠনে প্লেটে না হয় দুটো খড়মড়ে বিস্কিট; তার বেশী তো নয়!
কোন শখে তুমি ডাক আমায়?
এই বেশ ভালো আছি।
যতক্ষণ ছোঁবে না আমায়,পাবে না তুমি....
তোমার অপূর্ণ আকাঙ্ক্ষা আমায় লিখে চলবে বিরতিহীন ; অস্পর্শ প্রেমোদ্যে দৃশ্যময় কবিতা।
শব্দ খাদকেরা গোগ্রাসে গিলে নেবে তার সবটুকু।তোমার পাওনা যেটুকু উদগার; ওর বেশী নয়!
সেই ভালো! না পাওয়ার বেদনাকে ভুলতে।
তুমিইতো বলতে ; কবিদের... থাকতে নেই!
পাছে সত্যি হয়ে যায়.....
নামিনি কখনো তাই- ইচ্ছেও রাখিনি ; সেই ভয়ে......!
মিটুল কুমার বোস[২২/১২/১৬]