খোঁপা খুললেই চঞ্চলা উত্তাল নদী..
ঢেউ এসে বাড়ি খায় ছলাৎছলাৎ..
চোখের কার্নিশে।
পালে দম লাগায় উদোম বাতাস..
পৎপৎ শব্দ'রা উড়ে যায় বৈশাখী দিন।
মেঘ হয়ে উড়ে যায়
কিছু মূর্ছা যাওয়া ঢেউ....
আরো কিছু পরাজিত মন,
অসংখ্য আহুতির নির্বাণ- জমানো সফেন!
ঘুড়িগুলো নেমে আসে সন্ধ্যার ডাক নিয়ে
মেঘজাল আকাশে মিলায়....
সারা হয় খোঁপাটি তোমার......।
আমার দৃষ্টি পরবর্তী স্নানোৎসবে।।