আর যদি না ফিরি
দেখা যদি না হয় ফের
কথা যদি না হয় কখনো-
মনে রেখো,
কেউ একজন ছিলো লাবণ্য-
যে তোমায় ভালোবেসেছিলো।
তোমার কন্ঠ যদি না গায় গান
ভুলেও যদি না সাধে তান-
সব সুর হয় যদি অবসান
তবুও যেনো...
তোমার জন্য কেউ একজন ছিলো
যে বেঁধেছিল প্রাণ।
যেতে যেতে যাও যদি বহুদূর চলে
তারার থেকেও শত আলোকবর্ষ দূরে..
আর যদি না ফেরো স্মৃতিমন্দিরে
তবুও জেনো..
আমার ফসিলে লেখা রবে তোমারই নাম
পাইনি যে ভালবাসার এতোটুকু দাম।।