[কাঁদবো না ফাগুন গেলে]
……………………...
কাঁদবো না ফাগুন গেলে…
কোকিল যদি নাইবা ডাকে আর
কুহু কুহু সুমধুর যদি না আর গায়..
কৃষ্ণচূড়া আর যদিগো না রাঙায় চূড়া….
দখিন বাতাস আর কখনো অঙ্গ যদি না জুড়ায়
নারকেলের ঐ শাখা যদি না দোলে
সুপ্তি যদি মুক্তা সিন্ধু না খোলে
বলাকারা যায় যদি গো পথ ভুলে
মদিরাতে ভোমর যদি নাও আসে
কোন সে আকাশ ডাকলো বলে
ভ্রান্ত কোন ইশারাতে
মেঘ যদি যায় চলে….
আর যদি না বৃষ্টি কভূ ঝরে
পথের ধূলো পথেই যদি পড়ে মরে
কচিপাতা অকাল যদি ঝরে
কাঁদবো না।
এই আমি কাঁদবো না।
কাঁদবো না ফাগুন গেলে।।
মিটুল
তাং- ১৬/১০/১৯ বুধবার।।