কাঁদাবে বলে - কেঁদেছি; তা নয়'কো।
তোমার দেওয়া কস্টগুলো-
ভীষণ আমার সখ ; তাই হয়তো!
পোড়াবে বলে চৈত্র ডাকো; তাই বুঝি!
সেই আগুনে রুদ্র হই- পুড়ে পুড়েই প্রেম বুঝি!
নোনার ধারায় তৃষ্ণা মাপো এই বুকে...
বেশ! তাই যদি হয় - যন্ত্রণা দাও সেই সুখে।
এক নদী রক্ত বইয়ে-
নিজেকে যদি জয়ী ভাবো; দুঃখ কীসে?
ওই নদীরই অবগাহে সিক্ত আমি সুখের বিষে।
কাঁদাবে বলে কেঁদেছি; তা নয়'কো..
কাঁদলে যদি হাসতে পারো সেই বুঝে-
জল নেবে গো জল...
সাগর বিহীন সাগর জল- নীল খুঁজে।।
মিটুল কুমার বোস
১৭.০১.২০২৫,শুক্রবার।।