জীবন...
কত আলোর পথ বেয়ে
চির শাশ্বত-প্রজ্ঞা টীকায়
পূণ্য-ভাস্কর আবির এঁকে--
হাসি খেলায় তুমি এলে।

কত রণাঙ্গন নেচে নেচে
সহস্র মৃত্যু পায়ে ঠেলে,,,
ঘুমের ঘরে চাবি এঁটে
উঠলে জেগে ব্রক্ষ্ম বাগে।

কোন শব্দভেদী প্রাঁজলে
ছুটে চলা ধামে-ধামে
কোন তৃপ্ত-বাসনা লভিতে
পুনঃ মৃত্যূর স্বাদ জনমে।

একযোগে এক, এক'ই হয়
সংসার মায়া শূণ্য
চিত্রগুপ্ত-অঙ্ক-রহস্য
গুণ-ভাগ পাপ-পূণ্য।

বৈঠা বা কার,মাঝিই বা কেবা?
জানতে তরীর আনাগোনা
জীবন নদীর মাঝিই সে জন-
জীবন ভরেই হলো না জানা।
------- মিটুল কুমার বোস
             [11/02/17]