আমাদের সংস্কৃতিতে এখন
অতি জৈবিক বেগুনী রশ্মি ঢুকে পড়েছে।
বায়ুমন্ডলের তপ্ত ঝড় নাকের ছিদ্রদিয়ে একেবারে অন্দরমহলে।
শরীরে হাইপ্রেসার।
তবে, রক্তে নয়! জিহ্বায়। লালা পড়ে ; টস্ টস......
জানিনা, বিজ্ঞানের কী ভবিষ্যৎবাণী ?
বানর মানুষ হয়েছে জানি…
তবে কি মানুষ কুকুরের পথে হাঁটছে..........!
উপায় নেই গোলাম হোসেন..
চশমা কোথায় পাবো..!
তারচেয়ে বরং ভোরের সূর্যোদয়কে কোলে নিয়ে-
বিকেল অব্ধি সুখের ভাগাভাগিতেই কাটাই।
প্রতিযোগিতা ঘরে বাইরে।
কখনো নিজের সাথে অত্যাধুনিক হতে-
কখনোবা তৃষ্ণায় জৈবিক রসোন্মত্ততা।
এ কোন রসায়ন রূপকারের !
বিক্রিয়ায় উগ্র ঘ্রাণ। পার্শ্বপ্রতিক্রিয়ার অপর নাম 'ধর্ষণ' ।।
মিটুল কুমার বোস
-- তাং- 07/06/17- বুধবার।