[ "জাতির পিতা"]
----মিটুল কুমার বোস।
হে বঙ্গবীর!
লঙ্ঘিয়াছ তুমি
পরাধীনতার নাগপাশের কালো তিমির।
বঙ্গকে দিয়েছ তুমি-
বঙ্গের কাঙ্ক্ষিত স্বাধীনতা।
হে বঙ্গবীর!
তুমি দুর্জয়, তুমি মহাবীর -
তুমি আলোর দিশারি সূর্য।
বাঙ্গালি জাতির জনক তুমি-
তুমি স্বাধীনতার এক মূর্ত প্রতিক।
হে বঙ্গবীর!
তুমি যে মহানায়ক- মুক্তি নাট্যশালার,
মুক্তাঙ্গনে ধ্বনিত হয় তোমার মুক্তিবাণী।
তুমি অদম্য-দুর্মর, দুরন্ত এক সেনা-
তুমি মুক্তিকামী বাঙ্গালী হৃদয়ে স্বাধীন চেতনা।
হে বঙ্গবীর!
তুমি বিপ্লবী, তুমি প্রেমি-
তুমি প্রত্যয়, তুমি প্রগতি-
তুমি উচ্ছ্বাস, তুমি ইতিহাস-
তুমি শাশ্বত, তুমি মৃত্যুঞ্জয়ী!
তুমি শান্তির চিরন্তর রেখা-
তুমি দুর্দিনের পথযাত্রি।
হে বঙ্গবীর!
তুমি বঙ্গের বঙ্গবন্ধু।
তুমি বাংলার গান, বাংলার প্রাণ
বাঙ্গালী হৃদয়ে আঁকা-
স্বাধীনতার স্মৃতিগাঁথা।
হৃদয়ে-হৃদয়ে লেখা থাকবে
বাংলায় তোমার কথা।
হে বঙ্গবীর!
তুমি বাঙ্গালী জাতির নেতা,
মহান জাতির পিতা।
শ্রদ্ধাভরে স্মরে যে বাংলা
তোমায় বারে বারে।
বাঙ্গালী হয়ে ফিরে এসো
বাঙ্গালীর ঘরে ঘরে।।
রচনা: মিটুল কুমার বোস[ ১৪ আগস্ট, ১৯৯৬]