কবি!
এ তোমার কেমন ছলনা?

আমার কৈশরত্বের অঙ্কুরোদগম হতে না হতেই
হাত ধরে টেনে নিলে বুকে।
মানা করিনি।
বুঝিনি; আমার ভবিষ্যৎ বসন্ত
তোমার কালো কাশবনেই প্রস্ফুটিত হবে।
ফুল তার একটিও রাখনি তুমি!
যা দিয়ে এ যৌবন সাজাতে পারি।
কতো কাক এসে বসে!
ভোমরকেও ছুইনি প্রজাপতি ধরব বলে।
জোনাকিও ভালো ছিল, শুধু রাখিনি
আলোয় বেমানান বলে।
রাত দিয়ে আমি কি করবো বলো?
যে রাতে তুমি ফেরোনা চাঁদ হয়ে!
খোলা দরজা খোলাই থাকে,
তার সাথে এ দুটি চোখ।
তোমার পদধ্বনি শোনে না এ কান,
ঝি ঝির শব্দ বিরক্তি লাগে।

বুঝিনি!
তুমি কবিতার স্বাদ পেতে আমার বুকে মুক্ত খোঁজো।
আমার খোঁপাটি বেঁধে দিতে চাও,
ছন্দ খোঁজার ছলে।
আমার গায়ের সব গন্ধ লুফে নিয়ে তুমি
কোন্ কবিতা লেখ?

কবি!
এ তোমার কেমন ছলনা?
আমার মাঝেই কাব্য খোঁজো,
অথচ-
আমায় ভালোবাসনা।।

------মিটুল কুমার বোস
২০/১২/২০১৬. মঙলবার।