আজ অন্য বুকে মাথা রেখে ঘুমাও
চোখের পাতায় নিরিখ বাঁধো চোখে
আগোল বাঁধো ঠোঁট রেখে ঠোঁটে।

তারাফুলে সিঁদুরিয়া সিঁথি আঁকো
বাবুই সুখে খোঁপা সাধো চুলে
সুমন্ততে ভরিয়ে রাখো মন..।

চাইনি..
তবু ঘুম তো সেই বিদায় নিয়েছে কবে..!

বিদায়.....!
তুমিও চেয়েছিলে..
দিয়েছিও..
শুধু ভুলে যেতে পারিনি..
টান লাগে ভীষণ নাড়িতে।

তোমাকে ঠিক পড়ে উঠতে পারিনি।
বুজতেও পারিনি..
আঁকতেও পারিনি মনে।
তাই, পাঠযোগ্য করে হৃদয়টা উপভোগ্য হয়নি।

যে চোখে একটা বনলতা-
হাজার নক্ষত্রের আলো নাচায়...
যে চোখে পৃথিবীর বুকে চাঁদ ওঠে-
সকাল হয়.. ফুল ফোটে...
আমিও সেই চোখে...
হ্যা, সেই চোখেই জীবনানন্দ হতে চেয়ে ক্লান্ত; জীবনান্ত।

তোমার নিশ্বাসী বসন্তে-
এই বুকে তপ্ত পাংশু উড়াই...
ঝরে পড়ে সকালের পলাশ-শিমুল-
ঝুরঝুর ভালোবাসা, স্বপ্নঘেরা কচিপাতা রঙ।

কিছুটা মৌনতা আজো স্মৃতি হয়ে ওড়ে
এখনো সম্বল কিছু ধুলো ছাই..
পরবর্তী বৃষ্টির অপেক্ষায় ফলজবৃক্ষ-
নতুন জন্মের দিকে।
বনলতা.... ফিরে এসো।।

তাং- ১৯/১১/১৮ সোমবার।