....................................
এতোটুকু বুজতে পারার-
আজো কি সময় হলো না তোমার...!
চেয়েছিলে হই ছন্নছাড়া..
হয়েছি ভিটেছাড়া..
সন্ন্যাসী হতে চেয়েও পারিনি
মোহিনী বাসনাটা ছিলো বলে।
শুনেছি তোমার খুব নামডাক...!!
একবার মাইকিং শুনে গিয়েও ছিলাম বটে।
ঢুকতে পারিনি-
টিকেটের পয়সা জোটেনি বলে..!
শুধু পোস্টারের সামনে দাঁড়িয়ে-
তোমার জড়িয়ে ধরা নায়কটাকে স্যালুট করে বলেছি;
শাবাশ হিরো! তুমি বড়ো ভাগ্যবান!!
পেটের দুয়ারে কতবার তালা লাগিয়েছি!
খুলেছি কতোবার!
যাচ্ছেখুশি ইচ্ছেমতো..
ও' যন্ত্রণা অনায়াসে সহ্য হয়..
সয়ে গেছে।
কিন্তু তোমার যন্ত্রণাগুলো এতো এতো ভারী কেনো মনে হয়...?
মনে হয় আকাশটাই আমার কাঁধে সেঁটে দিয়েছো পুরোপুরি ।
হয়তো সুখে আছো..!
হয়তো মনে নেই-
হয়তো ভুলেই গেছো একেবারে..!
আমি যে চেষ্টা করিনি তাও না!
তবে ভোলার জন্য একাগ্রতা ছিলো না মোটেই।
ছিলো না অধ্যাবসয়...।
যতোটা ছিলো নিকোটিনের প্রতি...
ও'ই বেশ কাছে টেনে নিয়েছিলো।
ক্ষুধা ভুলিয়ে দিতো,
ঘুম ভুলিয়ে দিতো..
যন্ত্রণার গায়ে আলতো প্রলেপ দিতো...
আমি তোমাকে আরো বেশি করে পেয়ে যেতুম..
ওরা দূরে..
তুমি কাছে।
ওরা আরো দূরে...
তুমি আরো কাছে।
ওরা কেউ নেই..
তুমি আমি একাকী...।
আমার চোখে তুমি-
চেতনে তুমি-
নিশ্বাসে তুমি-
বিশ্বাসেও তুমি...।
গিলে খায় সমস্ত ইম্পালস্....
আমার আদিগন্ত এক তুমি দাঁড়িয়ে।
ইচ্ছেরা মৃত্যুর উল্লাসে ছুটে যায়-
আমি তোমার চোখে ব্যর্থবিলাস নিশ্চিন্ততায় মগ্ন।
ইতি, তোমার ছন্নছাড়া
"অভিলাষ"।
মিটুল: 01/10/18(সোমবার)