ইক্ষুজীবন
…………..
আখের রস সুমিষ্ট-
স্বাস্থ্যকরও বটে;
ইদানিং নিঙড়ানো মেশিনের ধারে কাছে গেলে-
বুকের ভেতরটা মুচড়িয়ে ওঠে।
গ্লাস ভর্তি কস্টগুলো গিলতে কষ্ট নেই..
কিন্তু হজম করতে বড্ড যন্ত্রণা হয়।
কি চমৎকার ইক্ষুজীবন!
শাখা নেই।
অস্তিসার মেরূদন্ডই অস্তিত্বের সম্বল।
মিটুল
তাং-০৬/১০/১৯ রবিবার।