♦একতারাটার সুর হ'য়েই এসো♦
---------------------------
।।।।
যখন আমাকে অকম্মার ঢেকি বলো
খুব করে বাউল হওয়ার সাধ'টা
মোচড় দিয়ে ওঠে..
পরক্ষণেই তোমার কন্ঠে যখন গুনগুন করে আমারি লেখা গানের সুর -
তখন আট'টা দশ'টা মন হ'তে ইচ্ছে করে।
আজ খুব করে গুণ' দার লাইন ক'টা মনে পড়ে..
"আমি বলছি না কেউ আমায় ভালোবাসুক..
শুধু ভেতর থেকে আমার হৃদয়টা দেখুক।"
মনে হয় খুব ক'রে বলি;
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
মুষ্টিটা সংকুচিত হতে হতে অস্ফুট কথাগুলো মিলিয়ে যায়।
ঢের ভালো আমার বাউলপনা।
জানোইতো, বাউন্ডুলেদের কোনো ঘর নেই..
ঘরনি থাকতে নেই....
রুদ্র'র কথা মনে আছে তোমার..?
তসলিমার কতো কাছে থেকেও
আকাশের ঠিকানায় চিঠি লেখা!
আঁচলের সূতোয় বাঁধা এতো দায়িত্ববোধে
সত্যিই আমি যে কাঁচা!
স্কুলের অঙ্কের রেজাল্টটা
ধারাবাহিক ভালো করলেও
জীবনের হিসেব নিকেশে বড্ড গোলমেলে।
আর, প্রেমের সূত্রটায় বরাবরই ভুলভাল।
প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা সংজ্ঞা দেই ব'লে
গোবরগণেশই বলে এসেছো এতোদিন।
তাই তো খুব করে বলি
আমাকে প্রেমিক ক'রো না।
বরং আসন্ন ভ্যালেন্টাইন ডে তে
একটা একতারা কিনে দিও।
ওটাতেই তোমার নাক, কান, চোখ এঁকে নেবো।
দেখো- ও'র সাথে কতো ভাব!
ও' আমায় ভুলিয়ে রাখে।
আমায় হাসায়,
আমায় কাঁদায়
কিন্তু যন্ত্রণা দেয় না।
ও'র সাথে প্রেমে কোনো সংজ্ঞা লাগে না।
তবে, সুর'টা লাগে....
বলছি না-
প্রেমিক হ'য়ে এসো
পারোতো একতারাটার সুর হ'য়েই এসো।।

মিটুল।
তাং-০৮/০৯/১৯
সময়: রাত- ২.০৮মি: