দাও কবি! দাও...
========

দাও কবি! দাও....
আমার সারাঅঙ্গে ভালোবাসা দাও
তোমার মসিতে রক্তাক্ত করো...
না হয়, কোন তিলক এঁকে দাও।

আমায় ছন্দ দাও, অলংকার দাও..
না হয়, একটা একতারা দাও।
দাও! কথা দাও....
না হয়, একটা সুর দাও...
একটা কোন গান দাও!

দাও কবি! দাও...
আমায় তুমি ভালোবাসা দাও!
না হয়, চোখ জুড়ে উদাস দাও...
একমুঠো রোদ্দুর দাও....
একটা কোন সকাল দাও....
না হয়, রাতভর কোন জোনাক
অথবা, আকাশভরা মনটা দাও।

দাও কবি! দাও....
আমায় তুমি ভালোবাসা দাও!
না হয়, একটা ঘুড়ি দাও...
স্বপ্নসূতোর লাটাই দাও....
একটা উদোম মাঠ দাও।

দাও কবি! দাও......
আমায় তুমি ভালোবাসা দাও!
না হয়, কোন শঙ্খধ্বনি শুনাও....
গায়ে একটা শিহরণ দাও...
নেচে ওঠার মন্ত্র দাও!

দাও কবি! দাও....
প্রদাহ দাও......
যন্ত্রণা দাও.......
ঝিনুক খুলে মুক্তা নাও.....
আমায় তুমি রিক্ত করো, শূন্য করে দাও।
দাও কবি! দাও......
আমায় তুমি ভালোবাসা দাও!!

রচনা: মিটুল কুমার বোস[ 17/07/17, সোমবার ]