পরের দিন রাজসভা।
চোরই প্রথম নলেনের সুঘ্রাণী চিটাগুড়ে
তামাক সাজানো হুক্কাটা নিয়ে হাজির।
হুজুর চুরির বিচার করতেই হবে!
রাজামশাই খুব গম্ভীর,
হুক্কার টানে মাথাটা ঝিমঝিম।
সুযোগের ফেরে
চোরের পকেটে বানানো ফিরিস্তি হয়ে গেল কড়া আইন।
রাজ্য জুড়ে পড়ে গেল কাঁড়া,
চুরির বিচার হবে রাজদরবারে, ওমুকদিন।
চুরি তবু বন্ধ হয় না,
হিচকে থেকে পুকুর চুরি-
বিচারের ভীড়ে রাজদরবার হিমসিম।
রাজা মশায় ভেবে পায় না,
চুরি কেন বেড়েই চলেছে দিন দিন।
একদিন খেলার ছলে খোকা গিয়ে বসে রাজার কোলে।
বিচার বিচার খেলা দেখে খোকা হেসে খিলখিল!
চুরির বিচার হচ্ছে শুধু বছর বছর দিনকে দিন-
চোরের বিচার হয়েছে কি কোনো একটা দিন?