চলো আরোও একবার জল ছুঁই।
মেঘ নয়...
ছুঁয়ে দেই সাগরের বুক।
চলো উড়ে যাই বাস্পকণার মতো
বাতাসের ডানায় ভর করে
ছুঁয়ে দেই আকাশের চিবুক।
চলো সব বেদনা ক্যানভাসে
একটাই রঙ এঁকে দিই..
চলো চলে যাই দূর বহুদূর
মিশে যাই অসীম নীলিমায়; নীল।
চলো আরোও একবার ভেবে নিই
তুমি আমি আলাদা কেউ নই..
লাল, নীল, সাদা, কালো
ইচ্ছেরও কোনো রঙ নেই আলাদা।
চলো স্পর্শ করি এক মুঠো রোদ
একদিন দিয়েছিলো যা ঐ দুটি চোখ।
চলো খুঁজে নেই আরেকটা পৃথিবী-
স্তব্ধ দুপুরে
পথভোলা শ্যামার কন্ঠে শুনি ভালোবাসার গান।
চলো বসি অন্য কোনো ঘাসে-
সবুজের রঙ যেথা অমলিন,
ডুমুরের ডালে ছড়া আওড়ায় টুনটুনি,
চম্পা মালতী পাতায় পাতায়
স্মৃতির আয়না খুলে বসে থাকে ঘাসফড়িঙ।

চলো শুনি কলাবতীর কাছে
যে কথা সে বলেনি কোনোদিন।
এসো শুনি সেই কথা-
যে কথা শোনেনি কেউ ।
সেই সে আখ্যান...
তোমার রূপবতী হয়ে ওঠার রূপকথা।।

মিটুল
২৪/০৯/১৯ মঙ্গলবার
১২টা ছাব্বিশ।