চোখ বন্ধ করো
------------------------
মুখ ভার, গুমরে ফুঁপছে আকাশ
চোখের কার্নিশে জাগে কালো সফিন...
বৃষ্টি নামবে- টলমল জলোচ্ছ্বাস!
একটা ঝড়! স্বাপদ সমাকীর্ণ; রক্তাত্ব জনপদ,
বিকৃত ইতিহাস খাবলে খায় সভ্যতার নয়া শাবক,
নিলামের খোলাহাটে উলঙ্গ সম্ভ্রম! রাজপথে পয়সা বিকোয় মহাজন।
তারাপদ কৃতজ্ঞতা তোমায়-
রাতকে তুমি কানা করোনি;
অন্ধকার পথ পেরিয়ে এসেছি অনেক আগে।
নিয়ন আলোয় ফুঁটছে বাগান বাড়ি।
উঠোন সাজানো, সুরায় বে হরদম হে হরদম।
দ্বারী পূজা ! নাকি নারীত্বের রসনা!
মাতৃত্বের চোখ বেঁধে কানামাছি।
দিনের আলোয় মেঘের ডাকে স্লোগান- ঢং ঢং ন্যাকামোর আস্ফালন।
রাতের তাঁরা চোখ বন্ধ করো, আকাশ লজ্জায় কাঁদে, বৃষ্টি নামবে- টলমল জলোচ্ছ্বাস!!
মিটুল কুমার বোস/ ১১/০৫/১৭( বৃহস্পতিবার)